খুলনা বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি (নৌ) শাখা কর্তৃক গতকাল বৃহস্পতিবার (০৬ মার্চ) নৌ শাখার ক্যাডেটদের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, বিএনসিসি খুলনা ফ্লোটিলার ফ্লোটিলা অধিনায়ক লেফটেন্যান্ট এইচ এম আবু সাকিব (বাংলাদেশ নৌ বাহিনী)সহ ৫৩ সুন্দরবন রেজিমেন্ট, খুলনা ফ্লোটিলার উচ্চ পদস্থ কর্মকর্তাগণ (বাংলাদেশ নৌ বাহিনী), প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এস এম তাফসিরুল ইসলাম।
অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। দোয়ায় জুলাই-২০২৪ গণঅভ্যুত্থানে সকল শহিদের স্মরণ এবং দেশ, জাতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করা হয়। উক্ত অনুষ্ঠানে ক্যাডেটদের পক্ষ হতে বিএনসিসি (নৌ) শাখার সার্বিক পরিস্থিতি ও অর্জন বিষয়ে একটি ভিডিও চলচিত্র প্রদর্শিত হয়। ভিডিও প্রদর্শন শেষে সকলে বিএনসিসি নৌ শাখার ক্যাডেটদের ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক এবং ফ্লোটিলা অধিনায়ক এইচ এম আবু সাকিব ক্যাডেটদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
ছাত্র বিষয়ক পরিচালক বিএনসিসি (নৌ) শাখার প্রতি বর্তমান প্রশাসনের সার্বিক সহযোগিতা আরও ত্বরান্বিত করার আশ্বাস প্রদান এবং বিএনসিসি (নৌ) শাখার কার্যকলাপের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান ও সঞ্চালন করেন প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এস এম তাফসিরুল ইসলাম।