দৈনিক খুলনা
The news is by your side.

খুবিতে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

8

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথি বিষয়ক এক প্রশিক্ষণ রবিবার (২ ফেব্রুয়ারি) আইসিটি সেলের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম।

তিনি বলেন, আইসিটি সেলের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে ডিজিটাইজেশনের কাজ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মেইনটেন, ডি-নথি বিষয়ক প্রশিক্ষণে লজিস্টিক সাপোর্টসহ প্রযুক্তিগত নানা ধরনের সহযোগিতা তারা প্রদান করেন। এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে হবে, যার কারণে আইসিটি সেলের ওপর একটা চাপ তৈরি হয়েছে।

এসব কিছুর মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন, এ প্রশিক্ষণে যারা অংশ নিয়েছেন তারা ডি-নথির সাথে খুব ভালভাবেই পরিচিত। তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডি-নথি কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে। এজন্য সবাইকে আরও বেশি দক্ষ হয়ে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। স্বাগত বক্তৃতা করেন আইকিউএসির অতিরিক্ত আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার মোস্তফা আল মামুন প্রবাল। এ প্রশিক্ষণে আইসিটি সেলের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.