দৈনিক খুলনা
The news is by your side.

খুকৃবির গৌরবোজ্জ্বল ১০ বছর পূর্তি।

45

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকাশক্তি কৃষি। কৃষি আমাদের আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে প্রথম উচ্চতর কৃষিশিক্ষা ও গবেষণার পথিকৃৎ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ১০বছরের গৌরবময় যাত্রাপথ অতিক্রম করে ১১তম বর্ষে পদার্পণ করেছে।

 

২০১৫ সালের ১৪ জুলাই প্রতিষ্ঠা লাভ করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দীন খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম, উপাচার্য মহোদয় এর পক্ষে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় ট্রেজারার তার বক্তব্যে বলেন,’দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আস্থা তৈরিতে সক্ষম হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের প্রায় সব শাখার সম্মিলনে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গরূপ পাওয়ার পথে এবং সমৃদ্ধির বাংলাদেশ গড়ার লক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে।’

Leave A Reply

Your email address will not be published.