দৈনিক খুলনা
The news is by your side.

খুকৃবিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ

95

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি এবং অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও কোর্স কারিকুলাম সম্পর্কিত একটি বই এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “আমাদের প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ আমাদের সবার জন্যই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। প্ৰায় ১৫০ শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক উচ্চাকাঙ্ক্ষা বা স্বপ্ন নিযে এখানে এসেছ। এতদিন তোমরা তোমাদের মা-বাবার আশ্রয়ে ছিলে, এখন থেকে আমরা তোমাদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব নিলাম। একইসাথে প্রত্যেক শিক্ষার্থীকে সততা, পরিশ্রম ও দায়িত্বশীলতার অভ্যাস গড়ে তুলে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে।” এ সময় উপাচার্য অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের অর্পিত দায়িত্ব গ্রহণ করলাম এবং যে উদ্দেশ্যে আপনার সন্তানকে পাঠিয়েছেন সেটি পালন করার চেষ্টা করে যাব। এছাড়াও আমরা আশা করব, আপনি এতদিন যেভাবে দায়িত্ব পালন করে আসছেন অন্তত আপনার সন্তানকে আগামী চার বছর আমরা কিভাবে দেখাশোনা করে রাখছি এই বিষয়টি আপনিও অভিভাবক হিসেবে নজর রাখবেন।

হকৃবি উপাচার্য নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,” তোমরা আমাদের চেয়েও জ্ঞানে, দক্ষতায়, কৌশলে চৌকশ অবস্থানে রয়েছো। বর্তমান প্রজন্মের সন্তানেরা রাত জাগাকে একটা অভ্যাসে পরিনত করেছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। তোমরা শৃঙ্খল জীবন অতিবাহিত করবে।”

সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.