দৈনিক খুলনা
The news is by your side.

ক্রিকেট দলসহ ৫ নারীকে প্রধান উপদেষ্টার সম্মাননা

52

আজ ০৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের প্রত্যেকটি দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিনটি। এ উপলক্ষে বাংলাদেশ নারী ক্রিকেট জাতীয় দলসহ ৫ অদম্য নারীকে সম্মাননা স্মারক তুলে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অদম্য নারীদের সম্মাননা স্মারক তুলে দেন প্রফেসর মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানটিতে বাংলাদেশ নারী ক্রিকেট জাতীয় দলকে বিশেষ সম্মাননা দিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। বাকি ৫ অদম্য নারীগণ হলেন— শরীফা সুলতানা, হালিমা বেগম, মেরিনা বেসরা, লিপি বেগম ও মুহিন মোহনা।

অর্থনৈতিকভাবে সফল হয়ে সম্মাননা স্মারক পেয়েছেন শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সফল হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, নির্যাতনের দুঃস্বপ্ন ভুলে জীবন সংগ্রামে সফল লিপি বেগম এবং সমাজ উন্নয়নে অবদানে সফলতায় স্মারক পেয়েছেন মুহিন মোহনা।

 

Leave A Reply

Your email address will not be published.