সদ্যই হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন নাঈম কাশেম। দায়িত্ব নেয়ার পর প্রথম জনসম্মুখে বক্তব্য রাখলেন নাঈম কাসেম। সরাসরি হুমকি দিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে।
নেতানিয়াহুকে হত্যার হুমকি দিয়ে হিজবুল্লাহর নয়া প্রধান জানান, বক্তৃতাকালে একজন ইসরাইলিই একদিন নেতানিয়াহুকে হত্যা করবে।
একইসঙ্গে চলমান যুদ্ধে যুদ্ধবিরতির দরজাও খোলা রয়েছে বলে জানিয়েছেন নাঈম কাসেম। স্থানীয় সময় বুধবার ৩০ (অক্টোবর)নিজের প্রথম টেলিভিশন ভাষণে কাসেম নেতানিয়াহুর উদ্দেশ্যে জানান, ‘শত্রুকে অবশ্যই জানতে হবে যে আমাদের গ্রাম এবং শহরগুলোতে বোমা হামলা চালিয়ে আমাদের পিছু হটা যাবে না এবং আমাদের প্রতিরোধ আরও শক্তিশালী হবে’।
নাঈম কাসেম আরও জানান, ‘আমরা নেতানিয়াহুর ঘরে একটি ড্রোন পৌঁছে দিতে পেরেছিলাম। নেতানিয়াহু এবার বেঁচে গেছেন, কিন্তু সম্ভবত আর সে বাঁচবে না। একজন ইসরাইলি তাকে হত্যা করবে, সম্ভবত তার বক্তৃতার সময়। আমাদের কূটনৈতিক যোগাযোগ বলে দিচ্ছে নেতানিয়াহু এখন খুবই ভীতসন্ত্রস্ত, কারণ আমরা তাকে লক্ষ্যবস্তু করেছি’।
মধ্যপ্রাচ্যে চলছে চরম উত্তেজনা। একদিকে গাজা অন্যদিকে লেবানন ও ইরানকে ঘিরে ইসরাইলের দ্বন্দ্ব ক্রমশ জটিল হচ্ছে। এমতাবস্থায় নিজের নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছেন না নেতানিয়াহু। এর আগে হিজবুল্লাহর নয়া প্রধানকে সরাসরি হুমকি দিয়েছিল ইসরাইল। জানিয়েছিল, নাঈম কাশেমের মেয়াদ হবে ‘সাময়িক’। তিনি বেশি দিন বাঁচবেন না। খুব শীঘ্রই তাকে খতম করবে ইসরাইল।
গত ২১ অক্টোবর নেতানিয়াহুর বাসভবনের শোয়ার ঘরে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। কিন্তু ওই হামলার সময় নেতানিয়াহু এবং তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন না। এদিকে ইসরাইলের সংবাদমাধ্যম জানিয়েছে,গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে পড়েছে নেতানিয়াহু। তাই ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান তিনি। বিয়েতে কোন ঝুঁকি নেবেন না নেতানিয়াহু।