দৈনিক খুলনা
The news is by your side.

কেসিসি, কেডিএ’র মধ্যকার বৈরিতা দীর্ঘদিনের-সনাক খুলনার আলোচনায় বক্তারা

66

কেসিসি এবং কেডিএ’র মধ্যকার বৈরিতা দীর্ঘদিনের। পরিণামে ক্ষতি গ্রস্থ হয়ে চলেছে নগরবাসী। নগর উন্নয়নে পরিকল্পনাগ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে কেডিএ ‘একলাচলো’ নীতি দারা পরিচালিত। খুলনা ওয়াসার পানি সরবরাহ, ওজোপাডিকো বিদ্যুৎ বিতরণ, টি অ্যান্ড টি’র ক্যাবল স্থাপন এসব ক্ষেত্রে কেসিসি’র নিয়ন্ত্রণাধীন রাস্তাঘাট অবিরত ক্ষতিগ্রন্থ হচ্ছে। দুর্ভোগে পড়ে অসহায় নগরবাসী।
শনিবার (২৬ অক্টোবর) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার বিষয়ে টিআইবি’র সুপারিশমালাসহ স্থানীয় রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান সমূহের সংস্কার বিষয়ক খুলনা জেলায় জাতীয় ও স্থানীয় গনমাধ্যমে (প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও ডিজিটাল) কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।
সনাক খুলনার সভাপতি অ্যাড. কুদরত ই খুদা তার লিখিত বক্তব্যে বলেন, যে বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে ১৯৭১ এ সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার অর্ধশতক পার হওয়ার পরও কাঙ্ক্ষিত সে বাংলাদেশ আমরা পাইনি, উপরন্ত ধারাবাহিকভাবে আর্থ-রাজনৈতিক-সামাজিক ক্ষেত্রে চরম অরাজকতা, দুর্নীতি, গনতন্ত্রহীনতা, কর্তৃত্ববাদী শাসন জনজীবনকে অতিষ্ঠ করে ফেলে। যার ফলশ্রুতিতে নতুন বাংলাদেশ গঠনের জন্য সফল আন্দোলন সংগঠিত হয়। এ প্রেক্ষিতে, নতুন বাংলাদেশ এর অভীষ্ট ও লক্ষ্য অর্জনে রাষ্ট্রীয় নীতিমালা ও প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের জন্য টিআইবি ৯টি কৌশলগত ক্ষেত্রে সুপারিশমালা প্রণয়ন করেছে। সেই সুপারিশমালার আলোকে খুলনা’র স্থানীয় পর্যায়ে অবস্থিত বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সংস্কারের বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনা কিছু সুপারিশমালা উপস্থাপন করছে।
বাংলাদেশের অন্যতম শিল্প ও বন্দরনগরী খুলনার অধিবাসী স্বাধীনতাত্তোরে নানাভাবে বঞ্চিত রয়ে গেছে। নগরবাসীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দায়বোধহীন, দুর্নীতিগ্রন্থ ও অমার্জনীয়ভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে চলেছে। আমরা এর অবসান চাই। এ লক্ষ্যে, নগরেরে প্রধান প্রতিষ্ঠান খুলনা সিটি কর্পোরেশনের কাছেই নগরবাসীর মূল প্রত্যাশা। এছাড়া রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন এর জন্য ওয়াসা, বিদ্যুৎ বিতরণ নিশ্চিত করতে ওজোপাডিকো, টেলি যোগাযোগের জন্য টি অ্যান্ড টি রয়েছে। দুঃখজনক হলেও সত্য যে এসব স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কোন সমন্বয় নেই।
এ লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে- সিটি গভর্নমেন্ট বা নগর সরকার গঠন করা। খুলনা সিটি কর্পোরেশন যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি পরিচালিত সরকার, তাই আমরা মনেকরি এই প্রস্তাবনা গৃহীত হলে নগরবাসীর অধিকার ও সেবাপ্রাপ্তি অনেকখানি সুনিশ্চিত হবে। কেডিএতে স্থানীয় নাগরিক প্রতিনিধি দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভাবে হতে হবে। খুলনা সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন নির্বাচন দলীয় প্রার্থিতা থাকবে না। খুলনা ওয়াসা, ওজোপাডিকো পরিচালনা বোর্ডে স্থানীয় গ্রাহক প্রতিনিধি নিশ্চিত করতে হবে। বন্যাকবলিত দক্ষিনাঞ্চলের উপকূল রক্ষায় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। সুন্দরবন সুরক্ষায় ‘সুন্দরবন সুরক্ষা বিশেষ আইন’ প্রণয়ন করতে হবে। খুলনা সিটি কর্পোরেশন কেডিএ, ওয়াসা, জেলা পরিষদ সমূহে নির্মাণ কাজের দরপত্র, বিল প্রদান, পরিবীক্ষণ বিষয়ে বিদ্যমান নীতিমালা ও ব্যাবস্থাপনার পরিবর্তন এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সনাক খুলনার সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় মতবিনিয়ময়ে অংশ নেন এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ রাফিউল ইসলাম টুটুল, সাংবাদিক এসএম হাবিব, মোঃ রাশেদুজ্জামান, মোঃ শামিমুজ্জামান, মোঃ বসির হোসেন, আব্দুল্লাহ আল মামুন রুবেল, আব্দুর রাজ্জাক রানা, শেখ শামসুদ্দিন দোহা, আহমেদ মুছা রঞ্জু, প্রবীর বিশ্বাস, মোস্তফা জামাল পপলু, এইচএম আলাউদ্দিন, দীপাঙ্কর রায়, শেখ আল এহসান প্রমুখ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক খুলনার সহ সভাপতি অ্যাড. অশোক সাহা, রমা রহমান, সনাক সদস্য শামীমা সুলতানা শীলু, রীনা পারভিন, আলমাস আরা, আসাফুর রহমান কাজল, টিআইবি খুলনার এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন।

Leave A Reply

Your email address will not be published.