খুলনার সাবেক পিপি, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জেসমিন পারভীন জলিকে (৫৭) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে খুলনার লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোডস্থ তার স্বামীর বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সোয়া ১টার দিকে লবনচরা থানাধীন মোল্লাপাড়া মেইন রোড (হোল্ডিং নং ৯০/১২) এর বাড়ীতে অভিযান চালিয়ে অ্যাডভোকেট জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করা হয়। সে খুলনায় সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলো।
এছাড়া ওয়ার্ড যুবলীগের মহিলা নেত্রী ছিলেন। তার স্বামী মো: খায়রুল আলমের বাড়ী থেকে তাকে আটক করা হয়।
তিনি বলেন, এ্যাডঃ জেসমিন পারীভন জলির বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৯০৮ সনের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩/৪ এর এজাহারনামীয় আসামী। এছাড়া গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেন।