কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের ক্যাম্পিং এর মাধ্যমে দলের সাথে সম্পৃক্ত করতে এই ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
আগমীতে ছাত্রদলের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্রদল করতে ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে সদস্য ফরম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে ওই সদস্য ফরম বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেনজির বিশ্বাস, মজনু হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আছির আহমেদ, শিবলী হোসেন অমিত, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান তপু, কেশবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক রাহাদুল হাসান সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ উপজেলা, পৌর ও কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।