দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর পৌরসভায় ওয়াল্ড ব্যাংকের আর্থিক সহযোগীতায় ৪৪ কোটি টাকার প্রকল্প

58

যশোরের কেশবপুরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধিন (জিইডি) লোকাল গভার্নমেন্ট কোভিড- ১৯. রেসপন্স এন্ড রিকভরি (এলজিসিআরআরপি) সিটি কর্পোরেশন ও পৌরসভা উন্নয়নের লক্ষে স্থানীয় শুধিজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের  সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশানর (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন এলজিসি আরআরপি প্রকল্পের (কোভিড ১৯) কনসালটেন্ট শ্রীবাস, জুনিয়র কনসালটেন্ট শাবিক সালমান, সুমন জয়ধর, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি, সাবের প্যানেল মেয়র ওয়াজেদ খান ডবলু, কেশবপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা বিএম মোফাজ্জেল হোসেন, উপসহকার প্রকৌশলী লিটু শেখ, পৌর বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী, শিক্ষক মাহাবুর রহমান টুলু, এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সুধিজনেরা। মতবিনিময় সভায় ওয়াল্ড ব্যাংকের আর্থিক সহযোগীতায় এবং এলজিইডি অধিদপ্তরের অরিন ৪৪ কোটি টাকা ব্যয়ে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়। যা বাস্তবায়িত করবে কেশবপুর পৌরসভা।

Leave A Reply

Your email address will not be published.