দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর  ত্রিমহিনী ইউনিয়ন বিএনপি উদ্যোগে নারী সমাবেশ

95

যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলার অধীন ইউনিয়নগুলোতে বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক  আব্দুর রাজ্জাক, সহসভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আলমগীর ডালু, যশোর জেলা মহিলা দলের সহসভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা।

ইউনিয়ন যুবদল নেতা রুবেল হাসানের সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আজিজুর রহমান আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রহমান, মহিলা দলনেত্রী আজিজুন্নাহার সুমি, রেকসোনা খাতুন প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথিসহ অতিথিরা আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে ত্রিমোহিনী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারাসহ ইউনিয়নের শত শত নারী কর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.