দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

নির্বাচনী মাঠে কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান কাজী রওনকুল ইসলাম শ্রাবণ

21

কেশবপুর যশোর প্রতিনিধি :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভা নির্বাচনী উত্তাপ আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে। শনিবার বিকেলে কেশবপুরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০–যশোর-০৬ (কেশবপুর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত এ মতবিনিময় সভায় এলাকাজুড়ে নির্বাচনী আলোচনাকে প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন। কেশবপুরবাসীর অধিকার, গণতন্ত্র ও ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে আমি মাঠে নেমেছি। জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করাই এখন প্রধান দায়িত্ব। দলীয় বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ত্যাগ, সাহস ও নিষ্ঠার ইতিহাস কেশবপুরে ইতিমধ্যেই শক্ত ভিত্তি তৈরি করেছে। এই ভিত্তিকেই আরও মজবুত করতে তিনি সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শামসুল আলম বুলবুল। তিনি বলেন স্বেচ্ছাসেবক দল কখনো পিছু হটে না। আন্দোলন-সংগ্রামে সবসময় সামনে থেকেছে এই সংগঠন। এবারও নির্বাচনে জনআকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা মাঠে থেকে কাজ করবে। তিনি জানান, ইউনিয়ন ও পৌর পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে নিয়মিত মতবিনিময় ও কৌশল নির্ধারণ করা হচ্ছে। সভায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রম, কেন্দ্রভিত্তিক কমিটি শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ধানের শীষের পক্ষে জনমত তৈরিসহ নানা বিষয় নিয়ে মতামত দেন।

অনেকেই বলেন, কেশবপুরে পরিবর্তন ও উন্নয়নমুখী রাজনীতিতে নতুন সম্ভাবনার সূচনা করতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ইতোমধ্যেই তরুণ ও সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা সৃষ্টি করেছেন।

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, জনগণের অংশগ্রহণে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। এজন্য সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে সতর্ক, দায়িত্বশীল ও শান্তিপূর্ণভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.