দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর উপজেলা মাসিক এনজিও সমন্বয় সভা

11

কেশবপুর(যশোর)  প্রতিনিধি:কেশবপুর উপজেলা মাসিক  এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর উপজেলা নির্বাহী  কর্মকর্তার সভা কক্ষে।  কেশবপুর  উপজেলা এনজিও কর্মকর্তাদের নিয়ে সোমবার  (১ ডিসেম্বর  ) বিকেল ৪ টায় এই মিটিং শুরু হয়।

এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠান টি সঞ্চলনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার  এনজিও পরিচালক  মোঃ হারুনার রশীদ বুলবুল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।  অনুষ্ঠানে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি ০৩৪৩ বালিয়াডাঙ্গা কেশবপুর এর কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থানে লিটন বেপারি উপস্থাপনায় প্রতিষ্ঠানের  বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন প্রকল্পে বর্তমানে ১৪০ জন রেজিষ্টার্ড শিশু রয়েছে। এবং ৭৯ জন শিশু রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া অতিক্রম করছে। উল্লেখ্য আমাদের কার্যক্রম আমাদের রেজিষ্টার্ড শিশু, তাদের পরিবার ও তাদের কমিউনিটি এর মধ্যে সীমাবদ্ধ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এ কাজ করা হয়। ১৪০ জন শিশুর মধ্যে ৮৪ জন ছেলে ও ৫৬ জন মেয়ে শিশু রয়েছে। হিন্দু ১২৩ জন, মুসলিম ৫ জন ও খৃষ্টান ১২ জন রয়েছে। উল্লেখ যোগ্য কাজের ভিতরে  স্বাস্থ্য সুরক্ষায় আমাদের কার্যক্রম ব্যাপক। ২০২৪ সাল থেকে এপর্যন্ত আমরা ১১৮০ জনকে স্বাস্থ্য সেবা দিয়ে আসছি। এবং বড় আকারে চিকিৎসা দিয়েছি ৪ জনকে। স্বাস্থ্য সুরক্ষার জন্য ১২৫ গ্রামের স্যাভলন সাবান দেওয়া হয়েছে ৩৩৭২ পিস, হুইল সাবান দেওয়া হয়েছে ১৩২৬ পিস, হুইল পাইডার ৫০০ গ্রামের প্যাকেট ১৮২১ প্যাকেট। বডি পাউডার ৩৬৯ পিস, বডি লোশন ১৮৫ পিস, টুথপেষ্ট ১৯৫ গ্রাম ৮৬৩ পিস, টুথ ব্রাশ ৮৬৩ পিস। যুবতি মেয়েদের বয়সন্ধিদ্ধ কালের জন্য সেনিটারী প্যাড ৮ পিসের প্যাকেট ১২৮৪ প্যাকেট নেইল ১কার্টার ২৫৭ পিস, স্যাভলন লিকুইড ৩৩৯ পিস, হ্যান্ড এয়ার ও বালতি ১৮৪ পিস করে, মশারী ৩৩৯ পিস, বেড শীট ১৮৫ পিস।

এছাড়াও ৩০৮৪ ডজন মিনি স্যাম্পু দেওয়া হয়েছে। শিক্ষা, শিশুদের অশিংদারীত্বের ভিত্তিতে শিক্ষা সহযোগিতা দেওয়া হয়। যুব উন্নয়ন, প্রকল্পে উদ্দেশ্য যুবক যুবতিদের স্বাবলম্বিতার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা।সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেকার যুবক, যুবতীদের স্বাবলম্বী করে থাকে।

অনুষ্ঠানে উপজেলা এনজিও সমন্বয় কমিটির   সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন কেশবপুর সকল জিও/এনজিও কর্মকর্তাগনের সাথে নিয়ে কাজ করলে কেশবপুরের উন্নয়ন সম্ভব।অনুষ্ঠানে এনজিও কর্মকর্তার মাধ্যমে গরীব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার বিষয় গুরুত্ব দেন। বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সাথে সাথে কেশবপুর উপজেলার সকল এনজিও কে মাসিক মিটিং উপস্থিত থেকে তাদের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করতে হবে এই আহবানও জানান । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ , সমাধান এনজিও সিনিয়র ম্যানেজার মুনছুর আলী, রিইব এনজিও সমন্বয়ক খালেদ হাসান,   ভানু রানী, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও  প্রতিবন্ধি  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার পরিচালক গোলাম কিবরিয়া, মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মিলন হোসেন, কামরুজ্জামান রাজু ফিল্ড অফিসার ভাব, পল্লী মঙ্গল কর্মসূচির বুলবুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন  কেশবপুর এনজিও কর্মকর্তা গন,   সুপিয়া পারভীন, মনিরা খানম, সবুরোন নেছা, মোসলেম উদ্দিন, মোঃ মোসলেম উদ্দিন  মানব উন্নয়ন সংস্থা মনিরা খানম জীবিকা নারী উন্নয়ন সংস্থা, বিপ্লব কুমার পাল এনডিও ম্যানেজার  প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.