যশোরের কেশবপুরে ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে পাট ও আউশ ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৯মার্চ) বিকেলে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ওই বীজ এবং সার বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইয়াসির আরাফাত, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা শিমুল রায়, রুস্তম আলী, অনাথ বন্ধু দাস প্রমুখ।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উফশী আউশ ধান ও পাট ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৭০০ জন কৃষককে এক কেজি করে পাট বীজ, পাঁচ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ২০০ জন কৃষককে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। বিনামূল্য এসব কৃষি উপকরণ পেয়ে কৃষকরা খুশি প্রকাশ করেছেন।