কেশবপুর( যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলার আওতাধীন ০৭ নং পাঁজিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড (মনোহার নগর) বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমএ এ হালিম , যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, পৌর মহিলা দল নেত্রী রেকসোনা বেগম প্রমুখসহ অনেকে। এ সময় পাজিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শত শত নারী কর্মীরা উপস্থিত ছিলেন।