দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুর উপজেলার  অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সোসাইটির মতবিনিময় সভা

79

কেশবপুর( যশোর) প্রতিনিধি :অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে সেনাসদর ভ্যাটেরেন্ট পরিদপ্তর এর সহকারি পরিচালকের  সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যশোরের কেশবপুর উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সোসাইটির (অসকস) বাংলাদেশ এর  সদস্যদের সাথে মনিরামপুর  উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা সদর ভ্যাটেরেন্ট পরিদপ্তর এর সহকারী পরিচালক মেজর আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যশোর জেলা সশস্ত্র বাহিনী বোর্ড  এর সচিব লেফটেন্যান্ট কমান্ডার শহিদুল ইসলাম (অব:)।

অনুষ্ঠানে   মনিরামপুর  উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সংস্হার সাধারন সম্পাদক  জাহিদ হোসেন এর সঞ্চালনায়, সার্জেন্ট আসাদুজ্জামানের কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  কেশবপুর উপজেলার সশস্ত্রবাহিনী কল্যান সোসাইটির (অসকস) বাংলাদেশ এর পক্ষে থেকে সংস্থার কার্যক্রম  উত্থাপন করেন সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল  জলিল এবং  সাংগঠনিক  সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল আহাদ খান।  অনুষ্ঠানে  অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর  সদস্যদের সুযোগ সুবিধা সহ নানাবিধ সমস্যা সমাধান করার জন্য বিশেষ করে এই মত বিনিময় অনুষ্ঠিত হয় ।উক্ত মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত  সেনা সদস্যদের  বিভিন্ন দাবি জেলা সশস্ত্রবাহিনী বোর্ডের সচিব লেঃ কমান্ডার সহিদুল ইসলাম(অবঃ) এবং ভ্যাটেরেন্ট পরিদপ্তরের সহকারি পরিচালক মেজর আলমগীর ইসলাম খানের নিকট লিখিত ভাবে উত্থাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি কেশবপুর শাখার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট  অফিসার জিএম মাহবুবুর রহমান,সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোজাম্মেল হক, সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ আরশাদুল  ইসলাম, সহ সভাপতি, ওয়ারেন্ট অফিসার মোঃ ইব্রাহিম হোসেন, যুগ্ম সংগঠনিক সম্পাদক সার্জেন্ট  মোঃ আতিয়ার রহমান মন্টু, অর্থ বিষয়ক  সম্পাদক কর্পোরাল মোহাম্মদ ইসমাইল হোসেনসহ ৩০ জন দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনার সদস্য অংশগ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.