কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে কুরআন ও সুন্নাহর পতাকাতলে ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রত্যয়ে কেশবপুরে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) কেশবপুর পাবলিক ময়দানে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক শাইখ আহমদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জমঈয়ত আহলে হাদীস যশোর জেলা শাখার সভাপতি মোঃ শাইখুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক। গেস্ট অব অনার ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুহাম্মদ আসাদুল ইসলাম এবং জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাইখ মোঃ আব্দুল্লাহীল হাদী।
সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি শাইখ ড. মুহাম্মদ হারুন হুসাইন, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুযাফফর বিন মুহসিন, মাসজিদে নববী প্রবাসী আলেম ও বাংলাভাষী আলোচক ড. হারুনুর রশীদ ত্রিশালী মাদানী, দাঈ ও লেখক শাইখ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, জনসংযোগ ও মিডিয়া বিষয়ক সেক্রেটারি আবু ফাইয়ায মুহাম্মদ গোলাম রহমান, এবং জমঈয়ত ফ্যানে আহলে হাদীস যশোর জেলার সাবেক সভাপতি অধ্যাপক মোঃ তৌহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা সেক্রেটারি মাস্টার আব্দুল আহাদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক হুমায়ূন কবীর, সাবেক সেক্রেটারি জমঈয়ত শুব্বানে আহলে হাদীস যশোর জেলা।
সম্মেলনে বক্তারা ইসলামের শুদ্ধ দাওয়াত, আদর্শ সমাজ গঠন ও যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।