যশোরের কেশবপুর ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২এপ্রিল) বিকাল ৫ টায় কেশবপুর উপজেলা ত্রিমহিনী মোড় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তরা ইসরায়েলের পন্য বর্জন এবং ফিলিস্তিনে নারী শিশু সহ বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করে বক্তব্য প্রদান করেন। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের যশোর জেলার সভাপতি অধ্যাপক আহমদ আলীর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন আলা, ওলামাদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের জেলা সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, অধ্যাপক তহিদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক,
মোত্তালিব বিন ইমান দাওয়া ও তাবলিগ বিষয়ক সম্পাদক, মাওলানা সাইখুল ইসলাম প্রমুখ।