দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

52

কেশবপুর( যশোর) প্রতিনিধি :বিপ্লব ও সংহতির চেতনায় নেতাকর্মীদের ঐক্যের আহবান জানিয়ে ৭ই নভেম্বর শুক্রবার কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিনব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

র‍্যালিতে নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ , বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী নওনকুল ইসলাম শ্রাবণ।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে নেতৃবৃন্দ বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এ দিনটি সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক—যে দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ পুনরায় গণতন্ত্র ও জাতীয় স্বাধীনতার পথে অগ্রসর হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় ৭ই নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তাঁরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ দেশের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিতে উপস্থিত নেতাকর্মীরা “জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে”, “গণতন্ত্র মুক্ত করো” প্রভৃতি স্লোগানে শহর মুখরিত করে তোলেন।

Leave A Reply

Your email address will not be published.