দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ৪০ জন মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ

27

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে যশোরের কেশবপুরে মেধাবি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

সোমবার (২১ জুলাই) বেলা ১২টায় স্থানীয় আবু সারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় ৪০ জন মেধাবি শিক্ষার্থীর মাঝে নগত টাকা,ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। এরমধ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের মেধা তালিকায় উত্তীর্ণদের মাঝে ১০ হাজার এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। এ উপলক্ষে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ আহম্মেদ ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা  খাতুন। বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, সহকারি অধ্যক্ষ আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, চেয়ারম্যান আলাউদ্দীন আলা  ও পৌর  জামায়াতের আমির মোঃ জাকির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু , কেশবপুর  নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশিদ বুলবুল, সাংবাদিক রুহুল কুদ্দুস ও আব্দুর রহমানসহ সকল শিক্ষার্থীদের অভিভাবক গন।

Leave A Reply

Your email address will not be published.