কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে ২৭ সেপ্টম্বর শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামের হল রুমে বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ,
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ফকরুল ইসলাম , আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, কেশবপুর থানা তদন্ত কর্মকর্তা খান শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতে সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, ৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দীন ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার সভাপতি জাকির হোসেন,
এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহা, পুজা উদযাপন ফ্রন্টের বিশ্বজিৎ, কার্তিক রায় পুজা উদযাপন কমিটির ৩নং মজিদপুর ইউনিয়নের সভাপতি প্রমুখ। এবার কেশবপুর উপজেলার ৯৭ টি পূজা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ১নং ত্রিমোহিনী ইউনিয়নে একটি,২নং সাগরদাঁড়ি ইউনিয়নে ১৩ টি, ৩ নং মজিদপুর ইউনিয়নে ৬টি, ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে ৫ টি,
৫নং মঙ্গলকোট ইউনিয়নে ৫ টি, ৬ নং সদর ইউনিয়নে ৭ টি, ৭ নং পাঁজিয়া ইউনিয়নে ৮ টি, ৮নং সুপলাকাটি ইউনিয়নে ১২ টি, ৯নং গৌরিঘোনা ইউনিয়নে ১৩ টি, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে ১২ টি, ১১ নং হাসানপুর ইউনিয়নে ০৮ টি, কেশবপুর পৌর সভায় ৭টি সহ সর্বমোট ৯৭ টি পূজা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। আসন্ন পূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সহ রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সুন্দর ভাবে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান টি উদযাপনের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন বলেন কেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইনোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।