দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী

80

যশোরের কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (৩০ মে) সকাল ৬টায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহসভাপতি গাজী বাবর আলি, চেয়ারম্যান আলা উদ্দীন আলা, মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ সহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, ত্রাণ বিষয়ক সম্পাদক আবু নাইম, সেচ্ছাসেবক দলের আহবায়ক বুলবুল, সদস্য সচীব বাবুল রানা, যুবদল নেতা আব্দুল গফুর, মেহেদী বিশ্বাস ও ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজ প্রমুখ। আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.