দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে রিইব এর উপজেলা মানবাধিকার সুরক্ষা দল (সিএসও) এর ত্রৈমাসিক সভা

36

হারুনার রশীদ বুলবুল:যশোরের কেশবপুরে রিইব এর উপজেলা মানবাধিকার সুরক্ষা দল (সিএসও) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) সকাল ১০ টায় কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়নে ২৫ সদস্য বিশিষ্ঠ উপজেলা সিএসও (মানবাধিকার সুরক্ষা দল) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর উপজেলার নিউজ ক্লাবের সভাকক্ষে।

রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে উপজেলা ৬ টি ইউনিয়ন থেকে আসা সিএসও প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়। যা পরবর্তীতে উপজেলা প্রশাসনের সাথে সংলাপের মাধ্যমে সমাধান করার রুপরেখা করা হয়।

সভাটি পরিচালনা করেন রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর এলাকা সমন্বয়কারী খালিদ হাসান। আরো উপস্থিত ছিলেন সিএসও কমিটির সহ-সভাপতি মোঃ আকমল আলী, সহ-সভাপতি প্রদীপ কুমার মোদক মানিক, সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, আবু সালেহ মাসউদ হাসান, আব্দুর রহমান রকি, সুফিয়া পারভীন, সুজন দাস, ঋতুপর্ণা দাস, আব্দুর রহমান রকি, আশালতা দাস,মিলন মন্ডল, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তরা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার ভুগছে ভুক্তভোগীরা।

 

Leave A Reply

Your email address will not be published.