কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে রিইব এর উদ্যোগে উপজেলা ও জেলা মানবাধিকার বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর নিউজ ক্লাব হল রুমে সোমবার (২২ সেপ্টম্বর) সকাল ১০ টায় দুই দিন ব্যাপী কর্মশলার শেষ দিনে কেশবপুরে নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়ন বিষয়ক উপজেলা সিএসও (মানবাধিকার সুরক্ষা দল) যশোর সদর উপজেলা দলের সমন্বয় এই কর্মশালা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর আয়োজনে হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে উপজেলা ও জেলা থেকে ১২ টি ইউনিয়ন থেকে আসা সিএসও প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়। যা পরবর্তীতে উপজেলা প্রশাসনের সাথে সংলাপের মাধ্যমে সমাধান করার রুপরেখা করা হয়।
সভাটি পরিচালনা করেন রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর এলাকা সমন্বয়কারী খালিদ হাসান। আরো উপস্থিত ছিলেন জেলা সিএসও-এর সদস্য- শাহজাহান নান্নু, আহসান হাবিব, শামসুজ্জামান স্বজন, রাকিবুল ইসলাম নয়ন এবং নারী- লিয়া খাতুন, শরিফা খাতুন মধু।
কেশবপুর উপজেলা সিএসও কমিটির সহ-সভাপতি মোঃ আকমল আলী, সহ-সভাপতি প্রদীপ কুমার মোদক মানিক, সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, আবু সালেহ মাসউদ হাসান, আব্দুর রহমান রকি, সুফিয়া পারভীন, সুজন দাস, ঋতুপর্ণা দাস, আব্দুর রহমান রকি, আশালতা দাস,মিলন মন্ডল, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তরা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার ভুগছে ভুক্তভোগীরা।