দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

95

কেশবপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায়, ৩ পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। ঈদের ছুটি শেষে কেশবপুর থেকে বিভিন্ন রুটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৩ পরিবহন কাউন্টার ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৪ এপ্রিল শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। কেশবপুর কাউন্টার ব্যবসায়ী মামুন পরিবহন ২ হাজার, সৌদিয়া পরিবহন কাউন্টার ২ হাজার ও এইচ আর পরিবহন কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা গামী এই সকল পরিবহন কে জরিমানা করায় জনমনে নেতিবাচক প্রভাব বিস্তার করে। আগামীতে সকল সেক্টরে এই ধরনের প্রতারকদের আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের।

 

Leave A Reply

Your email address will not be published.