কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল তিন টায় কেশবপুর পাবলিক ময়দানে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ।
ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে চাম্পিয়ান কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।