দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে সেমিনার

19

বাংলাদেশ প্রান্তিক পেশাজীবি জনগোষ্টির জীবনমান উন্নয়নে কেশবপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বেলা ১১ টার দিকে কেশবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে, অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকন-উজ্জামানের সভাপতিত্বে, সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম,

কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্টেশন কর্মকর্তা মাহামুদুর রহমান, জামায়াত নেতা মোঃ জাকির হোসেন, হিসাবরক্ষক কর্মকর্তা মাছেদুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ সম্রাট হোসেন প্রমুখ। সেমিনারে সমাজের পিছিয়েপড়া জনগোষ্টি, জেলে, কামার, কুমোর, রিশি, নরসুন্দর, তাঁতি ও কায়পুত্র সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। এ বছর কেশবপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অধিন ১৮৬১ জনকে প্রশিক্ষনের মাধ্যমে প্রতিটা পরিবারকে ১৮ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হবে। গত বছর আবেদনের মাধ্যমে তাদেরকে বাছাই করা হয়েছে। যা অব্যাহত থাকবে। এলক্ষে সরকার একটি প্রকল্প গ্রহন করেছেন।

Leave A Reply

Your email address will not be published.