কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্থানীয় উপজেলার হলরুমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সোঃ) এর গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও হযরত মোহাম্মাদ (সাঃ) এঁর জীবনাদর্শ নিয়ে আলোকপাত ও দোয়া অনুষ্ঠানের আয়েজন হয় অলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ শরীফ নেওয়াজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান আলা উদ্দীন আলা, পৌর জামায়াতের আমির মোঃ জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলা দেশের স্থানীয় সাধারন সম্পদক মাওলানা আব্দুল মান্নান ও এনসিপির সমন্বয়ক সম্রাট হোসেন প্রমুখ। আলোচনার পূর্বে নবীর (সাঃ) এর জীবনী নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে শেরা বক্তাদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।