দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে নির্মানাধীন চারতলা ভবনে কাজ করতে বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

38

কেশবপুর (যশোর) প্রতিনিধি :কেশবপুরে নির্মানাধীন চারতলা ভবনের ৩য় তলায় জানালায় থাই গ্লাসের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে সোহেল তুহিন (৩৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে কেশবপুর পৌর শহরের পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত হলেন মনিরামপুর উপজেলার মাছনা গ্রামের মৃত আব্দুল আজিজ সরদার এর ছেলে। আহতরা হলেন একই গ্রামের আবু সাঈদ (৩০) এবং কেশবপুর পৌর শহরের মান্নান বিশ্বাসের ছেলে আব্দুল মোমিন বিশ্বাস (৩৫) ও ভোগতী গ্রামের সিয়াম (১৮)। এ ঘটনায় নিহতের আপন বড় ভাই শাহীন আলম বাদী হয়ে কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। যার মামলা নং-৬৬।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর শহরের পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন অনন্ত সড়কের সামনে সৌদিআরব প্রবাসী উপজেলার বাউশলা গ্রামের আনিসুর রহমান এর নির্মানাধীন চারতলা ভবনের ৩য় তলায় জানালায় থাইগ্লাসের কাজ করছিলেন সোহেল তুহিন (৩৩), আবু সাঈদ (৩০) এবং আব্দুল মোমিন বিশ্বাস (৩৫), সিয়াম (১৮)(সহ ৫/৬ জন শ্রমিক। শ্রমিকরা কাজ করার সময় বিল্ডিংয়ের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তারে সোহেল তুহিন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ওই সময় সাথে থাকা শ্রমিক আব্দুল মোমিন বিশ্বাস ও আবু সাঈদ ও সিয়াম আহত হলে এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বলেছেন আহতরা বর্তমানে শঙ্কা মুক্ত। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর অনেকেই অভিযোগ করে বলেন, প্রবাসী আনিসুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং টাকার জোরে পৌরসভার কর্তৃপক্ষকে ম্যানেজ করে ৩৩ কেবি বৈদ্যুতিক লাইনের খুঁটি এবং হাই ভোল্টেজ HT লাইন তারের এক দেড় ফুট নিচ দিয়ে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করেছে। যার কারণে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় শ্রমিকরা কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহেল তুহিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছে। এই অবৈধ ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, নির্মানাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্টে সোহেল তুহিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.