দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় : উন্নয়ন, সুশাসন ও সুষ্ঠু নির্বাচনের সহযোগিতার আহবান

50

কেশবপুর (যশোর) প্রতিনিধি :কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নবাগত যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, কেশবপুরের সাবেক পৌর মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুৎ কেশবপুরের ডিজিএম মো. আব্দুর রব, জামায়াতের আমির জাকির হোসেন, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রকোনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফিরোজ খান, এনপিপির সম্রাট হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা কেশবপুরের সামগ্রিক উন্নয়ন, সেবাখাতে দ্রুত কার্যক্রম, কেশবপুর হাসপাতালের নানা সমস্যা, মাদক নির্মূল, স্থানীয় সাংবাদিক সংগঠনগুলোর সার্বিক সমস্যা এবং প্রশাসনিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তাদের কেউ কেউ প্রেসক্লাবের অতীত রাজনৈতিক প্রভাবের বিষয়টিও উল্লেখ করেন।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান কেশবপুরের উন্নয়ন, জনসেবা, সুসমন্বয় ও প্রশাসনিক স্বচ্ছতার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তবে তার বক্তব্যের সবচেয়ে বেশি গুরুত্ব পায় আগামী জাতীয় নির্বাচন। তিনি বলেন,আগমী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরাপেক্ষ করতে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন তার দায়িত্ব পালন করবেন, তবে সমাজের সর্ব স্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave A Reply

Your email address will not be published.