কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে রবিবার গভীর রাতে বালিয়াডাঙ্গা দেবালয়ে দু’সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দেবালয়ের ৩টি মন্দিরের তালা ভেঙ্গে স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বালিয়াডাঙ্গা দেবালয়ের সাধারন সম্পাদক উত্তম প্রসাদ ঘোষ জানান, রবিবার (১২ অক্টোবর) গভীর রাতে একদল চোর সিসি ক্যামেরা আড়াল করে, কালী মন্দির, শিব মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা ভেঙ্গে কালীর মাথার স্বর্ণের মুকুট, গোপাল ঠাকুরের গায়ের অলংকার ও রাধা মন্দিরের অলংকার সহ রাতে একদল চোর সিসি ক্যামেরা আড়াল করে, কীলা মন্দির, শিব মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা ভেঙ্গে কালীর মাথার স্বর্ণের মুকুট, গোপাল ঠাকুরের গায়ের অলংকার ও রাধা মন্দিরের স্বর্ণ অলংকার সহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়। চুরির ঘটনাটি থানা পুলিশকে জানানোর পর পুলিশে বালিয়াডাঙ্গা দেবালয়ে পরিদর্শনে আসে।
কেশবপুর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম খান বলেন, সোমবার সকালে দেবালয়ে চুরির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রবিবার সকাল ৫টা পর্যন্ত চুরির ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।