জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে যশোরের কেশবপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ জুলাই) কেশবপুর উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকাল ১০. টায় স্থানীয় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সমাজ সেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী, যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ আনজু মনোয়ারা,প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, নিউজ ক্লাবের সাধারন সম্পাদক হারুনার রশিদ বুলবুল, এনসিপির উপজেলা শাখার আহবায়ক সম্রাট হোসেন, ও সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার প্রভাত কুমার দাস প্রমুখ। সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, আজ একটি মহান দায়িত্ব নিতে যাচ্ছি। যা শুধু একাট রাষ্ট্রীয় কর্তব্য নয় বরং একটি মানবিক ও নৈতিক আহবান। একটি যত্নশীল নতুন দেশ গড়ার অঙ্গীকার।
অঙ্গীকার করছি, দেশের সকলকে এক সাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়বো। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা।
দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধ পরিকর। সেবার অভিগমত্য নিশ্চিত করা সবার দায়িত্ব।
অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপিঠে, সাইবার স্পেইসে গড়ে তুলবো নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া সকলকে তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবো।
আজ অঙ্গীকার করছি, সরকার, সমাজ, সেবা সংগঠনসমূহ প্রাপ্ত গ্রাম থেকে শুরু করে নগরের পথবাসী, সুশীল সমাজ সংগঠন থেকে তরুণ কৃষক, বানভাসী শিশু থেকে পাহাড়ের নারী সকলে যেন রাষ্ট্র। আজ শপথ করছি অন্যায়, দূর্নীতি, বৈষম্য নারী শিশু নির্যাতন আর দারিদ্র্যের অপমান থেকে মুক্ত করবো আমাদের এই মাতৃভূমিকে।
শেষে ২৩০ টি অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি চাউলের কার্ড বিতরণ করা হয়।