যশোরের কেশবপুর উপজেলা জামায়াতী ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) বিকাল সাড়ে পাঁচ টায় পৌর শহরের বকুলতলা কেন্দ্রীয় জামায়াতের অফিস থেকে উপজেলা আমির অধ্যাপক মোক্তার আলির নেতৃতে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে স্থানীয় ত্রিমোহিনী মোড়ে আবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, জামায়াতের আমির অধ্যাপক মোজার আলি, সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুস সামাদ, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারি জেনারেল সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান ও কর্মপরিষদ সদস্য এ্যাড, ওজিয়ার রহমান , মাওলানা আব্দুল মোমিন, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। জুলাই গণঅভ্যুত্থান স্বরণে ওই গণ মিছিল অনুষ্ঠিত হয়।