দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে মাছের পোনা অবমুক্ত র‍্যালি

72

যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উৎযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৮ আগষ্ট) সকাল ১০টার স্থানীয় প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কার্যনিবাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীব বিশ্বাস ও সমাপনী বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেকসোনা খাতুন,তিনি ঘের ব্যবসায়ীদের উদ্দেশ্যে পরামর্শ দেন পরিকল্পিত ভাবে ঘের করে নিজে সাবলম্বি হওয়া ও অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

আরও উপস্থিত ছিলেন  পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,  পৌর জামায়াতের জামির জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল, চেয়ারম্যান আলা উদ্দীন আলা, কুতুব উদ্দীন বিশ্বাস, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শামসুল আলম বুলবুল,  নুরুজ্জামান চৌধুরী ও সম্রাট হোসেন প্রমুখ। আলোচনার পূর্বে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে, একটি র‍্যালী বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে চার জন সফল মৎস চাষি আব্দুস সবুর মুল্ল্যা , ইয়াসির আরাফাত,  ইসরাফিল হোসেন ও মজিবর রহমান বিশ্বাস কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.