দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে গ্রাম আদালত ব্যবস্থাপনা জোরদারে দিনব্যাপী ডিএমআই ই প্রশিক্ষণ

68

কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলায় গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে যায়, এ স্লোগানকে সামনে রেখে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতকে কার্যকর ও জনগণবান্ধব করার লক্ষ্যে একদিন ব্যাপী ডি এম আই ই (ডিসপিউট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন এনহান্সমেন্ট) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে শুরু হওয়া এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।তিনি গ্রাম আদালতের তাৎপর্য, সেবার পরিধি ও দ্রুত বিচার কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন । গ্রাম এলাকায় সংঘটিত নানা বিরোধের দ্রুত নিষ্পত্তি, আইনি প্রক্রিয়ার সরলীকরণ, মামলা পরিচালনার প্রাথমিক ধাপ ও গ্রাম আদালতের নথিপত্র সংরক্ষণ এসব বিষয়ে তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে ধারণা দেন।

উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্যবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন। দিনব্যাপী আলোচনা শেষে সকল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের হাতে গ্রাম আদালতের বিভিন্ন ফরম ফরমেট  তুলে দেন ইউএনও রেকসোনা খাতুন।

সমগ্র প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় করেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শংকর কুমার দাস।প্রশিক্ষণ শেষে ইউএনও রেকসোনা খাতুন বলেন, গ্রাম আদালত সঠিকভাবে পরিচালিত হলে সাধারণ মানুষকে আর ছোটখাটো বিরোধ নিয়ে থানায় বা আদালতে দৌড়াদৌড়ি করতে হবে না। ন্যায়বিচার দ্রুত, সহজ ও সাশ্রয়ী হবে।স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ গ্রাম অঞ্চলে বিচার ব্যবস্থাকে আরও সহজতর করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।আপনি চাইলে শিরোনাম আরও আকর্ষণীয় করা, ছবি ক্যাপশন যোগ করা বা রিপোর্টটি আরো দীর্ঘ সংক্ষিপ্ত করা সবই করে দিতে পারি।

Leave A Reply

Your email address will not be published.