কেশবপুর( যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটের দিকে বাদুড়িয়া মঙ্গলকোট এলাকার নদীর পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ বিপ্লব হোসেন (৩২), পিতা মোঃ শুকুর আলী, সাং ভোগতীনরেন্দ্রপুর, কেশবপুর, যশোর। মোঃ আব্দুল হাসান (২২), পিতা মোঃ হাবিবুর মৌলঙ্গী, সাং বাদুড়িয়া। ৩। মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা আব্দুর রশিদ শেখ, সাং ঘোপসিলেন্দা, থানা আমিনপুর, জেলা পাবনা।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুযায়ী উল্লিখিত তিনজনকে শাস্তি প্রদান করা হয়।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ।