বাংলাদেশ জামায়াতে ইসলামি কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে বুড়িহাটী গ্রামের মৃত্যু দবির উদ্দীন এর ছেলে আইয়ুব আলীকে শনিবার বিকালে হাসানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামির আমীর শিক্ষাবিদ মাওঃ ইলিয়াসুর রহমান এর নেতৃত্বে একটি মোটর ভ্যান প্রদান করা হয়েছে। হাসানপুর বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা জামায়তে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওঃ রেজাউল ইসলাম, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী রাজনৈতিক সেক্রেটারি ও পেশাজীবি বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমান, মাওঃ রফিকুল ইসলাম, প্রভাষক তাজামুল ইসলাম, হাফিজুর রহমান, আয়াতুল্লাহ খামিনী, মাওঃ আমিনুর রহমান, সেলিম রেজা, আব্দুস সামাদ, গআব্দুল রাজ্জাক, সাংবাদিক নাছির উদ্দীন প্রমুখ।