কেশবপুর (যশোর) প্রতিনিধি :কেশবপুরে সশস্ত্র দিবস উদযাপন উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) কৃষকদের মাঝে ধানবীজ বিতরণ ও আদর্শ কৃষক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ কেশবপুর শাখা, যশোর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মেজর (অব.) মোঃ সাইদুর রহমান, পিএসসি, জি উপদেষ্টা, অসকস বাংলাদেশ, কেশবপুর শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান এবং কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুল।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি, অসকস বাংলাদেশ কেশবপুর শাখার ওয়ারেন্ট অফিসার মোঃ আসাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল জলিল। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত করতে মোট ১০০ জন কৃষকের মাঝে ধানবীজ বিতরণ করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কর্পোরাল ইসমাইল হোসেন।
সশস্ত্র দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বক্তারা কৃষি উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার, এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। এই কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধি, সচেতনতা এবং সামগ্রিক কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।