দৈনিক খুলনা
The news is by your side.

কেকেবিএইউতে নবীন শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রমের উদ্বোধন

58

খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ফল-২০২৫ সেমিস্টারের ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী শিক্ষাকার্যক্রম উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রেেফসর ড. মো: আনিসুর রহমান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিশ্বাবদ্যালয়ের শিক্ষা অর্জনে শর্টকাট কোন পথ নেই। কারণ এখান থেকে অর্জিত শিক্ষাই কর্মজীবনের সোপান তৈরি করে। তাই প্রথম থেকেই লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিয়মিত অধ্যাবসায় জ্ঞানার্জনে সব থেকে সহায়ক পথ। উপাচার্য এর আগে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এবং তাদেরকে শিক্ষাপোকরণ উপহার প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইন-চার্জ) রথীন্দ্র নাথ মহালদার এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট টিচার প্রফেসর ড. গাজী আব্দুল্লাহেল বাকী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি বিভাগের নাজিয়া সুলতানা, বিবিএ থেকে আফসানা মমতাজ লিজা, আইএসএলএম থেকে জাকারিয়া ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইইই বিভাগের প্রভাষক মো: মেহেদি হাসান ও আইএসএলএম বিভাগের প্রভাষক আহসান উল্লাাহ। এ সময় পাঁচটি বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.