“কুরআন প্রশিক্ষণে হামলা করে বিএনপি ইসলামের শত্রুতে পরিণত হয়েছে”
খুলনায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম--
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামসহ বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে হামলা করে বিএনপি এখন ইসলামের শত্রুতে পরিণত হয়েছে। ইসলামের এই শত্রুদের প্রতিহত করার জন্য ছাত্রজনতাই যথেষ্ট। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের রায় দেখেও এ দেশে যাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে না, ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে জনগণ আওয়ামীলীগের ন্যায় লাল কার্ড প্রদর্শন করবে।”
গতকাল (১৯ অক্টোবর) নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
২০ অক্টোবর (সোমবার) বাদ মাগরিব নগরীর নিউমার্কেট বায়তুন নূর জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের প্রতিটি ক্ষেত্রে বিএনপি আধিপত্য বিস্তার করে একটি ছায়া রাষ্ট্র গঠন করেছে। তারা আওয়ামী লীগের ন্যায় নব্য ফ্যাসিবাদ রূপ ধারণ করেছে। আওয়ামীলীগ যেভাবে ওয়াজ মাহফিল গুলোতে হামলা করতো, বক্তাদেরকে গ্রেফতার করতো, আলেম-ওলামাদেরকে নির্যাতন করে অন্ধকার কারা প্রকোষ্ঠে রেখে দিতো, মসজিদে কুরআনের বাণী প্রচারে বাধা দিতো, সেই একই চরিত্র নিয়ে ফ্যাসিবাদের প্রেতাত্মারা আজ বিএনপির উপরে ভর করেছে। আমরা এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে যারা এ জাতীয় হামলার কার্যক্রম পরিচালনা করেছে, তাদেরকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি আরও বলেন, ছাত্রশিবির ছাত্রদের মাঝে কুরআন-হাদীসের আহ্বান প্রচার করে। আর দাওয়াতের এ কাজ কোনো হামলা করে ঠেকানো যাবেনা। সাধারণ ছাত্ররা ছাত্রশিবিরের সকল কার্যক্রম গ্রহণ করছে। ফলে ফ্যাসিস্ট কায়দায় ট্যাগিং-ফ্রেমিংয়ের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আমরা ভবিষ্যতে আর কোনো রক্তের ঘটনা চাইনি বলেই জুলাইয়ের আন্দোলনে রক্ত দিয়েছি। আর আমরা আশা করবো ওই রক্তই যেন আমাদের শেষ দেওয়া হয়।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নিয়ে আজকে এই কর্মসূচি পালন করছি। যাদের সাথে এত দিন কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছি কিন্তু আজ তাদের আসল রূপ দেখতে পাচ্ছি। আওয়ামীলীগের অবর্তমানে তারা এখন ফ্যাসিবাদী কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে। তাই, যারা আওয়ামীলীগের রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করে আওয়ামীলীগ পুনর্বাসনের কাজ করছে তাদের হুশিয়ার করছি।
ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজী এবং জাহিদুর রহমান নাঈম।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির খুলনা জেলা উত্তরের সেক্রেটারি ইলিয়াস হোসাইন, খুলনা মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, পাঠাগার সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক, স্কুল সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, গবেষণা সম্পাদক ফারহান তূর্য, ক্রীড়া সম্পাদক সুলাইমান আবিদ, সমাজসেবা সম্পাদক নাঈম হোসাইন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর ছাত্রশিবিরের সর্বস্তরের জনশক্তি, ছাত্রসমাজসহ জনসাধারণ অংশগ্রহণ করে।