খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রধান প্রকৌশলী কার্যালয়ের কর্মচারী মোঃ আউয়ুব আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। শনিবার ৬ সেপ্টেম্বর দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী কর্মচারী মোঃ আইয়ুব আলী। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ওয়ার্ক এ্যাসিসটেন্ট (মেইনটেনেন্স) মোঃ শফিউদ্দিন।
অনুষ্ঠানে এ টি ও নূর মোহাম্মদ বিশ্বাস, পিএ কাম কম্পিউটার অপারেটর আমিনুল ইসলাম, সিনিয়র টেকনিশিয়ান আব্দুল ওহাব, বিপ্লব কুমার মন্ডল, জুয়েল শেখ, কার্তিক চন্দ্র জোয়ারদার, শংকর সরকার, মহাসিন শেখ, মনিরুল ইসলাম, শওকত আলী, বুলবুল আহমেদ, জাকির হোসেন, জামাল হোসেন, রবিউল ইসলাম আলামিনসহ মেনটেনেন্স শাখার সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মোঃ আউয়ুব আলীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।