দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েটের এমএসই বিভাগের শিক্ষার্থী শান্তনু কর্মকার এর মৃত্যুতে ভাইস-চ্যান্সেলরের শোক

15

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী শান্তনু কর্মকার এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. হযরত আলী।

তিনি শান্তনু কর্মকার এর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, শান্তনু কর্মকার গত ০৬ মে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামেন।

একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান ও নিখোঁজ হন। পরবর্তীতে খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করা হলে ডুবুরি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান শুরু করে শান্তনু কর্মকার এর অচেতন দেহ উদ্ধার করে তাঁকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. হযরত আলী সহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ ও রেজিস্ট্রার

 

Leave A Reply

Your email address will not be published.