দৈনিক খুলনা
The news is by your side.

কুমারেশ বাওয়ালি টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ইনস্টিটিউট এর উদ্বোধন

111

সোমবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকায় কুমারেশ বাওয়ালি টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ইনস্টিটিউট এর উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে ভার্চুয়ালে অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রতিষ্ঠানের সভাপতি ও ভূমিদাতা অধ্যক্ষ দিবাকর বাওয়ালি বলেন, অনগ্রসর এই এলাকাকে উন্নয়নের ছোয়া লাগানোর জন্য এই প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক, পোশাকাদি সহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হবে।

পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন কর্মসংস্থানে যোগদান করার সুযোগ এবং প্রবাসেও চাকরির সুযোগ করে দেয়া হবে বলে তিনি জানান। ‎পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

‎অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন, মাল্যদান এবং সভাপতির পিতা মৃত কুমারেশ বাওয়ালির স্মৃতির উদ্দেশ্যে ও তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ‎ইনস্টিটিউটের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) দিবাকর সানার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিহির কান্তি মন্ডল এর সঞ্চালনায় আলোকিত অতিথি ছিলেন ভূমিদাতা’র মা বন্ধনা বাওয়ালী ও তার ছোট ভাই বিভাকর বাওয়ালী।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানবেন্দ্রনাথ ঘোষ, উদয়ন প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক শ্যামল ঘোষ, সাংবাদিক এইচএম সাগর হিরামন, অত্র ইনস্টিটিউটের গভর্নিং বডির সদস্য সচিব বিদ্যুৎ কুমার ঘোষ, বিপিএড সহকারী শিক্ষক রাজিব কুমার অধিকারী, বিজ্ঞান ল্যাব সহকারি আফজালুর রহমান, শপ এসিস্ট্যান্ট আকাশ দাশ, ‎এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আগত অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ। ‎অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ইনস্টিটিউটের পোশাক এবং পাঠ্যপুস্তক সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.