কালো টাকা বৈধ করার সবধরনের সুযোগ চিরতরে বাতিলের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি সরকারের প্রতি এ আহ্বান জানায়।
টিআইবি জানায়, অন্তর্বর্তী সরকার ১৫ শতাংশ কর প্রদানের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ঘোষণা দিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে আয়কর আইন-২০২৩-এ এখনো তিনটি ধারা রয়ে গেছে, যার মাধ্যমে কালো টাকা বৈধ করার সুযোগ রয়েছে। সংস্থাটি বলেছে, এই ধারা তিনটি চিরতরে বাতিল না করলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথ উন্মুক্ত থাকবে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক এই বিধানসমূহ বাতিলের ঘোষণা আমরা স্বাগত জানাই। তবে আয়কর আইনে থাকা বিদ্যমান বিধানসমূহও জরুরি ভিত্তিতে অধ্যাদেশের মাধ্যমে বাতিল করতে হবে।” তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত ২১ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাতে রাজস্ব আহরণ খুব একটা বাড়েনি। বরং এতে কর নীতির নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে।”
ড. ইফতেখারুজ্জামান আরও জানান, টিআইবি এ বিষয়ে অর্থ উপদেষ্টার কাছে একটি আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটেই আমরা এই সুযোগের চূড়ান্ত অবসান দেখতে চাই।”