দৈনিক খুলনা
The news is by your side.

কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে মংলা ইউসেপ ইমপ্লয়ার্স কমিটি

64

ইউসেপ বাংলাদেশ খুলনা রিজিওনের বেকার যুবদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে ইউসেপ মংলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নিয়োকর্তা কমিটি। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুন) বাগেরহাট কাটাখালি আলফা এক্সেসরিজ এন্ড এগ্রো এক্সপোর্ট লিমিটেড এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো নিযোগকর্তা কমিটি (মংলা ইন্ডাস্ট্রিইয়াল এরিয়া) সভা।

সভায় সভাপতিত্ব করেন খান মিজানুর রহমান এবং সভা সঞ্চালনা করেন নিয়োগকর্তা কমিটির যুগ্ন সচিব নাসরিন আক্তার।

সভায় ইউসেপ এ বর্তমান প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের পাশাপাশি পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন ছাত্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণের বিষয়ে বিশেষ ভূমিকা রাখবেন বলে জানান নিয়োগ কর্তা কমিটির সদস্যবৃন্দ। বিশেষকরে নারীদের জন্য জিন লাইট এ অসংখ্য কর্মসংস্থানের সুযোগের বিষয়ও তুলে ধরা হয এবং নারীদেরকে এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য বলা হয়। সর্বোপরি ইউসেপ বাংলাদেশের দক্ষ যুব সমাজের আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করার অঙ্গীকারে অঙ্গিকার ব্যক্তে করেন সদস্যবৃন্দ।

ইউসেপ শিক্ষার্থীদের প্রশিক্ষণ কার্যক্রমের একটা অংশ হিসেবে ইন্ডাস্ট্রিতে ভিজিটের সুযোগ করে দেওয়ার আহবান জানান এবং ইউসেপে কর্মরত প্রশিক্ষকগণের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নতুন নতুন মেশিনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্ৰদান করার অনুরোধ করেন নিয়োগকর্তা কমিটির সদস্য সচিব ও ইউসেপ খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান। 

সভায় ইউসেপ খুলনা অঞ্চলের টিভিইটি এর প্রধান খন্দকার তুহিন আলীসহ মংলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ও ইপিজেড এর স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং ইউসেপ খুলনার ডিসেন্ট এমপ্লয়মেন্ট টিমের অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.