দৈনিক খুলনা
The news is by your side.

কয়রার সিনিয়র সাংবাদিক মোস্তফা শফি গুরুতর অসুস্থ

28
খুলনা: কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাবের কয়রা উপজেলা সংবাদদাতা মোস্তফা শফিকুল ইসলাম (মোস্তফা শফি) গুরুতর অসুস্থ হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
তিনি ৬ জানুয়ারি বৃহস্পতিবার হার্টের সমস্যায় জরূরী ভিত্তিতে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎকেরা।
চিকিৎসকেরা জানান, তিনি এখন সঙ্কামুক্ত। তার এনজিও গ্রাম করা হয়েছে। তার ২টা রক্ত নালী বন্ধ (ব্লক) পাওয়া গেছে। যদিও রক্ত নালীতে অতি মাত্রায় ব্লক ধরা পরেনি। তাকে ওষুধের মাধ্যমে চিকিৎসা চলছে। ২ সপ্তাহ পরে রিং পরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে কয়রার এই গুনি সাংবাদিকের অসুস্থ্যতার খবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে দেখতে যান। তার শরীরের খোঁজ খবর নেন। তার জন্য দোয়া করেন।
কয়রা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলামের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সহ-সভাপতি আব্দুর রউফ শেখ কাওছার আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ  আলী, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, গোলাম রব্বানী, কোষাধাক্ষ্য ফরহাদ হোসেন,দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মাস্টার হাবিবুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু ত্রাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গীরেন্দ্রনাথ মন্ডল, সদস্য আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, মাস্টার আব্দুল খালেক, এস এম নুরুল আমিন নাহিন, শহিদুল্যাহ শাহিন, আঃ ছালাম, আবুল বাশার, মজিবার রহমান, আজিজুল ইসলাম, মাসুদ রানা, আবু বকর ছিদ্দিক, রিয়াজুল আকবার লিংকন প্রমুখ।
সাংবাদিক মোস্তফা শফি তার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.