দৈনিক খুলনা
The news is by your side.

কয়রার প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে সেমিনার: ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে জোর

39

খুলনার কয়রা উপজেলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার আজ (২৭ মে, ২০২৫) উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে আয়োজিত এই সেমিনারের দ্বিতীয় ফেইজ সকাল ১০টায় শুরু হয়। সেমিনারে বক্তারা প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য উৎপাদন, ব্যবহার, বাজারজাতকরণ এবং সঠিক মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কানিজ মোস্তফা,উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ,উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার ,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ হাসান ফেরদৌস (কমল) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ মল্লিক, উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা হিসাব রক্ষণ অফিসার (অ:দা:) মোঃ আবুল বাশার, বি, আর, ডি, বি কয়রার চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জি. এম মাওলা বকস, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম এ রউফ, কয়রা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ সালাম এবং সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজ সেবা খুলনার উপ পরিচালক কানিজ মোস্তফা প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। এই শিল্পের উৎপাদিত পণ্যের সঠিক বাজারজাতকরণ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারলে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের সরকারি সহযোগিতা গ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, সরকার প্রান্তিক পেশাজীবীদের স্বাবলম্বী করতে বদ্ধপরিকর। বিভিন্ন সরকারি প্রকল্প এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে তোলা সম্ভব।

এসময় সেমিনারে বক্তারা প্রান্তিক পেশাজীবীদের উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি তাদের পণ্যের সঠিক বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তির ওপর জোর দেন। একই সাথে, ক্ষুদ্র ও কুটির শিল্পকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়। এই সেমিনার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.