দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় মুন্ডা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে আমরা বন্ধু’র খাতা কলম উপহার

51

কয়রা(খুলনা)প্রতিনিধি :খুলনার কয়রা উপজেলার বসবাসরত আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিশুদের মাঝে শিক্ষা শিক্ষার আলো ছড়াতে খাতা কলম উপহার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন ।

রবিবার (১০আগষ্ট) সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের আদিবাসি পাড়ায় সেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগিতায় ও আইসিডির তত্বাবধানে মুন্ডা শিশুদের হাতে উপহার হিসাবে খাতা, কলম ও অনন্য সামগ্রী তুলে দেওয়া হয়।

পঞ্চম শ্রেণির ছাত্র সুখদেব মুন্ডা বলেন, এভাবে আমাদের ডেকে আগে কেউ লেখাপড়ার জন্য উপহার দেয়নি৷ খোঁজ খবর নেয়নি। আমরা আমাদের বাবা-মাকে গিয়ে বড় বন্ধুদের কথা বলবো। স্কুলে গিয়ে নতুন খাতা কলম বন্ধুদের দেখাবো।এবং ভালোভাবে পড়াশুনা করবো।

 

এসময় বিতরণকালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের কোষাধক্ষ্য ও আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের কয়রা উপজেলার টিম লিডার সংবাদিক ফরহাদ হোসেন, আইসিডির সদস্য আশিকুজ্জামান, আব্দুল্ল্যাহ আল মামুন,রাকিবুল হাসান বাদশা,প্রসনজিৎ মুন্ডা প্রমুখ।

আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) বলেন,এই উদ্যোগ মুন্ডা শিশুদের শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি সমাজের সকল স্তরে সমতা ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরেছে।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান বলেন, কয়রা উপজেলার মুন্ডা সম্প্রদায়ের শিশুরা আর দশ টা শিশুর থেকে সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা পায় না। আমরা আগামীর প্রজন্মকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বেড়ে উঠার জন্য সহযোগিতা করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছি৷ প্রান্তিক আদিবাসী শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।পর্যায়ক্রমে উপজেলার সকল মুন্ডা শিশুদের এ সহযোগীতা করা গবে। আমরা আশা করি আমাদের এই উদ্যোগে সবাইকে পাশে পাবো।

Leave A Reply

Your email address will not be published.