নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে খুলনার কয়রায় আজ তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) মোঃ আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেলার মাধ্যমে সর্ব সাধারণকে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান ও রেজিষ্টেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহন, ভূমিসেবা ষ্টলে অনলাইন রেজিষ্টেশন, বিভিন্ন আবেদন আপলোড ও কর তাৎক্ষনিক প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহ করা হবে। এ ছাড়া মেলায় স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা, সেবাপ্রার্থীগনের ভূমি বিষয়ক অভিযোগ শুনানী, রেকর্ড ও সমাধানের উদ্যোগ, জনসচেতনতায় লিফলেট ও বুকলেট বিতরনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে। মেলা আজ থেকে শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত।