দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় বিপন্ন ভাষা “মুন্ডারি”সংরক্ষনে মুন্ডা জনগোষ্ঠীর সাথে মত বিনিময় সভা

183

খুলনার কয়রা উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষুদ্র নৃ-তান্তিৃক আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের দেড় হাজারের বেশি মানুষের বসবাস। মুন্ডাদের নিজস্ব ভাষা ‘মুন্ডারি’। কিন্তু এর কোনো লিখিত রূপ নেই, কালের বিবর্তনে হারিয়ে গেছে বর্ণমালা। শুধু মুখে মুখে প্রচলিত কথ্য ভাষাও আজ বিলুপ্তির পথে।

শুক্রবার (২৩ মে) বিকাল ৩ টায় ২নং কয়রা নলপাড়া মুন্ডা কমিউনিটিতে খুলনা অঞ্চলের কয়রা উপজেলায় বিপন্ন ভাষা সংরক্ষণের উদ্দেশ্য মুন্ডা জনগোষ্ঠীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয় এই মতবিনিময় সভার আয়োজন করে।

মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন ঢাকার কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন অধ্যাপক মোঃ সামিউল হক, মাতৃভাষা ইনস্টিটিউট শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন,অর্থ ও প্রশিক্ষন) আবুল কালাম ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক খিলফাত জাহান যুবাইরার পরিচালনায়
এতে আলোচনায় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহকারি পরিচালক খুজিস্তা আক্তার বানু, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, আদিবাসী ফোমারের খুলনা জেলা আহবায়ক বলাই কৃঞ্চ মুন্ডা, সাধনা মুন্ডা,কবিতা মুন্ডা, শায়ন্তী মুন্ডা, সুব্রত মুন্ডা প্রমুখ। মতবিনিময় সভায় কয়রা উপজেলার বিভিন্ন এলাকার আদিবাসী মু্ডা ও মাহাতো পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন,মুন্ডা জনগোষ্ঠীর ভাষা সংরক্ষনে পদক্ষেপ গুলো গ্রহন করা জরুরী, যাতে তাদের ভবিষাৎ প্রজন্ম ভাষা ও সাংস্কৃতির সংগে পরিচিত হতে পারে।

সংযুক্তি ছবি, খুলনার কয়রা উপজেলায় বিপন্ন ভাষা সংরক্ষনে মুন্ডা জনগোষ্ঠীর সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছেন দুর্নীতি দমন কমিশন ঢাকার কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী

Leave A Reply

Your email address will not be published.